Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ত্রিশাল উপজেলায় বিগত ৩ বৎসরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। নবজাতকের মৃত্যু হার হ্রাস পেয়ে ২০১৯ (এসভিআরএসএস-২০১৯) সালে প্রতি হাজারে ১৫ এ দাঁড়িয়েছে, যা ২০১৮ সালে ছিল ১৬। মাতৃ মৃত্যু হ্রাস পেয়ে বর্তমানে প্রতি লক্ষ্যে জীবিত জন্মে ১৬৫ (এসভিআরএস-২০১৯) -এ দাঁড়িয়েছে, যা ২০১৮ সালে ছিল ১৬৯। যক্ষ্মা এবং কালাজ্বর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব রয়েছে। গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ৪৬ টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ দিয়ে কার্যকর ভাবে চালু রয়েছে, যা গ্রামীণ জনগণের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বিগত ০৩ বছরে ২৬ জন চিকিৎসক, ১০ এর অধিক সিনিয়র স্টাফ নার্স এবং ০৮ জন মিডওয়াইফ নিয়োগ পেয়েছেন। প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি পেয়েছে। সিজারিয়ান সেকশন ডেলিভারিও নিয়মিত করণের চেষ্টা চলমান। জরুরী বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি সহ বহির্বিভাগে ওষুধ সরবরাহ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রবর্তন করা হয়েছে এবং এর ধারাবাতিকতায় ত্রিশাল উপজেলায় স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকের অনলাইন রিপোর্টিং এর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ই-হেলথ সার্ভিস ও টেলিমেডিসিন সেবা চালু করার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে। করোনা ভাইরাস প্যানডেমিক মোকাবেলার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ র‍্যাপিড এন্টিজেন টেস্ট চালু করা হয়েছে যা চলমান আছে। কোভিড রোগীদের জন্যে ০৫ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপিত হয়েছে। যক্ষা রোগ নির্ণয়ে জিন এক্সপার্ট মেশিন চালু করা হয়েছে, সমগ্র জেলা এমনকি কখনো কখনো বিভাগেরও কালাজ্বর রোগীদের চিকিৎসা এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রদান করা হচ্ছে। এছাড়াও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০০ শয্যাতে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে।